চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড চত্বরে বোমাসদৃশ বস্তু পড়ে আছে। স্থানীয় লোকজন বলছেন, কে বা কারা বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকালের মধ্যে কেরুজ ক্লাব এলাকায় ঝোপের মধ্যে লাল টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তুটি (কৌটা) ফেলে রেখেছে। আজ সকালে বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্পের এক কর্মকর্তা, পুলিশের দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকেল সোয়া চারটার দিকে এই প্রতিবেদন লেখার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেরু চত্বর এলাকা ঘিরে রেখেছিলেন। চুয়াডাঙ্গা ও পাশের জেলায় কোনো বোমা নিষ্ক্রিয়কারী দল নেই। ফলে রাজশাহীর র্যাব-৫–এর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়েছে।