থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে সীমান্তে তীব্র লড়াই, ৮ নাগরিক নিহত


কম্বোডিয়া মাইন পুঁতে রাখার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, থাই সেনারা পূর্বনির্ধারিত জঙ্গলের পথ থেকে সরে গিয়ে কম্বোডিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের সময়কার পুরোনো মাইনের বিস্ফোরণ ঘটিয়েছেন।

সর্বশেষ স্থলমাইন বিস্ফোরণের ঘটনার পর থাইল্যান্ডের ক্ষমতাসীন ফিউ থাই পার্টি জানিয়েছে, তারা কম্বোডিয়ায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে এনেছে এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে থাইল্যান্ড থেকে বহিষ্কার করা হবে। থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের স্তরও অবনমন করেছে।

জবাবে কম্বোডিয়া বলেছে, তারা থাইল্যান্ড থেকে নিজেদের সব কূটনীতিক প্রত্যাহার করবে। একই সঙ্গে তারা থাইল্যান্ডের সব কূটনীতিককে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য নমপেন পোস্ট অনুসারে, কম্বোডিয়া সরকারও থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ‘সবচেয়ে নিম্ন স্তরে’ অবনমন করেছে এবং সম্পর্ককে ‘সেকেন্ড সেক্রেটারি’ পর্যায়ে নামিয়ে এনেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *