তুমুল যুদ্ধের পর মুক্ত বড় এলাকা


আবদুল লতিফ চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীর তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। এর অবস্থান ছিল সৈয়দপুরে। তখন তাঁর পদবি ছিল ল্যান্সনায়েক। প্রতিরোধযুদ্ধ শেষে তিনি ভারতে যান। পরে জেড ফোর্সের অধীন বাহাদুরাবাদ ঘাট, রাধানগর, ছোটখেলসহ কয়েক স্থানে সাহসের সঙ্গে যুদ্ধ করেন।

# আবদুল লতিফ মণ্ডল, বীর উত্তম

গ্রাম: চরেরহাট, ইউনিয়ন: পবনাপুর, উপজেলা: পলাশবাড়ী, গাইবান্ধা। বাবা: তোরাপ আলী, মা: বালি বেগম। অবিবাহিত। খেতাবের সনদ নম্বর ৩৮।  গেজেটে নাম আবদুল লতিফ। শহীদ ৩ নভেম্বর ১৯৭১।

সূত্র: একাত্তরের বীরযোদ্ধা, খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা। দ্বিতীয় খণ্ড। প্রথমা প্রকাশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *