সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এইচ এম এনায়েত হোসেন তিন মাস পর ক্যাম্পাসে এসে কর্মকর্তা–কর্মচারীদের তোপের মুখে পড়েছেন। আজ বৃহস্পতিবার সকালে পুলিশের পাহারায় উপাচার্য ক্যাম্পাসে এলে তাঁকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন কর্মকর্তা–কর্মচারীরা। পরে সেনাসদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন।
বিক্ষুব্ধরা জানান, দুই বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ২৩৯ জন কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা উত্তোলন করতে পারছেন না। উপাচার্যের কাছে গিয়েও তাঁরা এ বিষয়ে সুরাহা পাননি। এ জন্য তাঁরা ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উপাচার্য এনায়েত হোসেন, রেজিস্ট্রার আবুল কালাম মো. ফজলুর রহমান ও কোষাধ্যক্ষ মো. শাহ আলমের পদত্যাগ চেয়ে কক্ষগুলোতে তালা দিয়ে আন্দোলন শুরু করেন। তিন মাস পর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ঢুকে তালা ভেঙে তাঁর কার্যালয়ে বসেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রেজিস্ট্রার পদত্যাগ করেন।