বান্দরবান পার্বত্য জেলায় থানজামা লুসাইকে চেয়ারম্যান করা হয়েছে। থানজামা লুসাই ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়েও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন শিক্ষাবিদ। এ ছাড়া সদস্য করা হয়েছে চারজন মারমা, চারজন বাঙালি এবং ত্রিপুরা, ম্রো, খুমি, তঞ্চঙ্গ্যা, চাক ও বম থেকে একজন করে। তবে চাকমা ও খেয়াং থেকে কোনো সদস্য নেওয়া হয়নি।
খাগড়াছড়িতে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান করা হয়েছে। চাকমা ও মারমা তিনজন করে, দুই নারীসহ ত্রিপুরা চারজন, এক নারীসহ চারজন বাঙালি সদস্য করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব পালন করবে।