১৬ হাজার কেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকবে সিসিটিভি ক্যামেরা
সংবাদ সম্মেলেন প্রেস সচিব বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে মোতায়েন করা হবে, এটা একটা ইস্যু। সীমান্ত এলাকায় ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কীভাবে মোতায়েন করা হবে, কতজন আনসার, কতজন পুলিশ সদস্য থাকবেন, সেনাবাহিনী বা বিজিবি কীভাবে থাকবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে কীভাবে থাকবে, সেগুলো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে, ৮ লাখের (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য) মধ্যে ৫ লাখ ৭০ হাজার হচ্ছে আনসার এবং ১ লাখ ৪১ হাজার হচ্ছে পুলিশের সদস্য।
প্রেস সচিব বলেন, বৈঠকে বলা হয়েছে ৪৭ হাজার ভোটকেন্দ্র থাকবে। তাঁরা পর্যালোচনা করে দেখেছেন, ১৬ হাজারের মতো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কীভাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা যায়, সে জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তার মধ্যে কিছু পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। সেটি হচ্ছে পুলিশ সদস্যের বডি ক্যামেরা রাখা এবং প্রতিটি কেন্দ্র যাতে সিসিটিভি ক্যামেরার আওতায় আসে, সেটির নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিসিটিভি ক্যামেরাগুলো যাতে মনিটরিং ঠিকমতো করা যায়, সে বিষয়েও প্রশিক্ষণ দিতে বলেছেন প্রধান উপদেষ্টা।