কানাডার সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘বর্তমানে তাইওয়ান প্রণালিতে থাকা আমাদের জাহাজগুলোর যাত্রাপথ নিয়ে মন্তব্য করব না।’ তবে তিনি বলেন, ভিল দ্য কুবেক বর্তমানে অপারেশন হরাইজনে অংশ নিচ্ছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করাই এই অপারেশনের উদ্দেশ্য।
কানাডার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি চলতি সপ্তাহের শুরুতে ফিলিপাইনের অর্থনৈতিক অঞ্চলে নৌ মহড়ায় অংশ নিয়েছিল।
এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রণালির পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে উপযুক্ত নৌ ও বিমানবাহিনী মোতায়েন করা হচ্ছে।