শেখ হাসিনার শাসনামলে গুমের শিকার হয়ে সম্প্রতি ফেরত আসা সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমী ও আইনজীবী আহমাদ বিন কাসেম (আরমান) তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা সেমিনারে তুলে ধরেন। দীর্ঘ আট বছর পর তাঁরা গোপন বন্দিশালায় (আয়নাঘর হিসেবে পরিচিত) ছিলেন। গত ৫ আগস্টের পর তাঁরা মুক্ত হন।
আবদুল্লাহিল আমান আযমী বলেন, ৫ আগস্ট সেনাবাহিনী জনগণের পক্ষে না থাকলে রক্তের বন্যা বয়ে যেত। ব্যক্তির অপরাধের শাস্তি হতে হবে। কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। তিনি বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করার বিষয়টি একটি ভারতীয় এজেন্ডা। সেনাবাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষকে উসকে দেওয়ার চেষ্টা চলছে, এর পেছনে ভারতের ইন্ধন থাকতে পারে বলে মনে করেন তিনি।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, অনেকেই (আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে) জনগণের সিদ্ধান্তের কথা বলছেন। জনগণ তো জুলাই-আগস্টে সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।