তরুণদের রাষ্ট্রকল্পনায় বাধা দেওয়া যাবে না


কোন মানদণ্ডে উপদেষ্টা পরিষদ বর্ধিত করা হলো, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসররা বিরাজমান, তারা আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছে। আমলাতন্ত্র, সেনাবাহিনী, পুলিশসহ যেখানেই ফ্যাসিবাদের দোসর বিরাজমান, অতি সত্বর তাদের বিদায় করতে হবে। গণকমিশনের মাধ্যমে শেখ হাসিনা ও তাঁর দোসরদের দ্রুত বিচারপ্রক্রিয়ায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।

পাড়া–মহল্লায় সন্ত্রাসীদের আশ্রয়দাতা, লুটেরা, চাঁদাবাজ ও নিপীড়কদের হাত থেকে দেশকে রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান নাসীরুদ্দীন। তিনি বলেন, আগামীর ব্যালট বিপ্লবে লুটেরা, চাঁদাবাজ, মাস্তান, মাফিয়া ও পরিবারতন্ত্রের কবর রচনা করতে হবে।

আগামী দিনে দেশে ক্ষমতায় আসতে হলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট করে কথা বলতে হবে বলে সমাবেশে উল্লেখ করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য মশিউর রহমান। তিনি বলেন, বাংলাদেশের ক্ষমতার মসনদ আমেরিকা, ইউরোপ বা ভারত ঠিক করবে না। তিনি আক্ষেপ করে বলেন, ‘…রাজনৈতিক দলগুলোর মুখ থেকে শুনতে হচ্ছে আওয়ামী লীগকে এত ফ্যাসিস্ট বলা পছন্দ করছি না, বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো ঠিক হয়নি, মুজিববাদী সংবিধানই আমাদের লাগবে…। তাদের মুখ থেকে এসব কথা শুনলে বিপ্লবের চেতনা…শহীদ পরিবার ও আহতদের মন কাঁদে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *