এদিকে আজ বিকেল পর্যন্ত সড়কে যানজট কম থাকার বিষয়ে শিল্পকারখানাগুলো ধাপে ধাপে এক দিন পরপর ছুটি ঘোষণা করাসহ বেশ কয়েকটি কারণের কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া আগামীকাল বড় ধরনের বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হবে, তাই আগামীকাল যানজটের আশঙ্কা করছেন তাঁরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, সাভার উপজেলার তৈরি পোশাক কারখানাগুলোর মধ্যে গত বুধবার শতকরা ৮ শতাংশ, গতকাল ১৮ শতাংশ এবং আজ ৩০ শতাংশ ছুটি দেওয়া হয়। কাল শনিবার বাকি ৪৪ শতাংশ কারখানা ছুটির কথা রয়েছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম প্রথম আলোকে বলেন, ‘তিন–চার দিন ধরে শিল্পকারখানাগুলো পর্যায়ক্রমে এক দিন পরপর ছুটি ঘোষণা করেছে। সড়কে পুলিশ সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। এসব কারণে মূলত সড়কে যানজট নেই। তবে আগামীকাল বেশ কয়েকটি বৃহৎ তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করার কথা থাকায় যানজটের আশঙ্কা থাকলেও পর্যাপ্ত প্রস্তুতি আছে। আশা করছি সবাই বিগত দিনগুলোর মতো ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন।’