শীর্ষ দল লিভারপুল পয়েন্ট হারিয়েছে, ড্র করেছে নটিংহাম ফরেস্টের সঙ্গে। তাতে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পেয়ে যায় আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে নর্থ লন্ডন ডার্বিতে টটেনহামকে ২-১ গোলে হারিয়ে সেই সুযোগ লুফে নিয়েছেন গানাররা। মিকেল আরতেতার দল এখন লিভারপুলের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে। যদিও তাঁর দল আর্সেনাল একটি ম্যাচ বেশি খেলেছে লিভারপুলের চেয়ে।
কাল রাতে দুর্দান্তই খেলেছে আর্সেনাল। দলটি মিডফিল্ডার ডেকলান রাইস তো দাবি করলেন অন্তত ১০ গোল করা উচিত ছিল তাঁদের, ‘প্রথমার্ধে প্রথম মিনিট থেকেই আমরা আধিপত্য দেখিয়েছি। আমরা কী চাই, সেটি মাঠের খেলাতেই বোঝা গেছে। দুর্ভাগ্য, আমরা ১০ গোল করতে পারিনি। আমার এমনই মনে হচ্ছে।’