রাত সাড়ে ১১টার দিকে অভিযানের সময় এরশাদনগর এলাকায় দেখা যায়, বিভিন্ন ব্লক ও রাস্তায় অবস্থান করছেন বিপুলসংখ্যক সেনা ও পুলিশ সদস্য। তাঁরা বিভিন্ন বাড়ি তল্লাশি করছিলেন। এ সময় এলাকায় বিশৃঙ্খলা বা সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে বিপ্লব ও সজীবকে আটক করা হয়। পরে আতঙ্কে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার হাফিজুল ইসলাম ও সেনাবাহিনীর গাজীপুর অঞ্চলের দায়িত্বরত মেজর আসিফ। অভিযান শেষে গ্রেপ্তার আসামিদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।