ক্যাম্পের বাসিন্দাদের ভাষ্য, আজ সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে গতকাল রোববার রাতেও ককটেল বিস্ফোরণে এক নারী আহত হন। বাসিন্দারা জানান, পুলিশ ও সেনাবাহিনী এলে পরিস্থিতি শান্ত হয়, কিন্তু চলে যাওয়ার পর আবার সংঘাত শুরু হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান প্রথম আলোকে বলেন, মাদক বিক্রি ও ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘পিচ্চি রাজা’ ও ‘বুনিয়া সোহেল’ গ্রুপের দ্বন্দ্বের জেরে একজন মারা গেছেন। নিহত ব্যক্তি বুনিয়া সোহেল গ্রুপের অনুসারী। এই পুলিশ কর্মকর্তা বলেন, ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।