জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র–জনতার ওপর গুলি ছোড়ার অভিযোগে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাঁর নাম সুমন আহমেদ (৩৮)।
আজ বুধবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর বছিলা আর্মি ক্যাম্প রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাঁকে আটক করে। তিনি পলাতক ওয়ার্ড কাউন্সিলর রাজিবের ঘনিষ্ঠ সহযোগী ও বডিগার্ড ছিলেন। বর্তমানে তিনি ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল সংগঠিত করা এবং নেতৃত্ব দেওয়ার সঙ্গে জড়িত।