আজ মুক্তি পাওয়া চার জিম্মির একজন কারিনা আরিয়েভ। বয়স ২০। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় নাহাল ওজ সেনাঘাঁটি থেকে তাঁকে জিম্মি করে নিয়ে যায় হামাস।
কারিনা আরিয়েভের বোন আলেক্সান্দ্রা বিবিসিকে বলেন, হামাসের হামলার সময় মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন কারিনা। কথা বলার সময়ই তিনি গুলির আওয়াজ শুনতে পেয়েছিলেন। আলেক্সান্দ্রা বলেন,‘আমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য কারিনা ফোন করেছিল। আমরা গুলির শব্দ শুনেছিলাম। ভয়ে আর আতঙ্কে সে কাঁদছিল দখন। পরে তাঁকে জিম্মি করে নেওয়ার ভিডিও দেখি।’