জাতীয় নাগরিক কমিটির কাছে শঙ্কার কথা জানালেন হিন্দু সম্প্রদায়ের মানুষ


পরে অন্য তিন পূজামণ্ডপ পরিদর্শন করেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। আহ্বায়ক ও মুখপাত্র ছাড়া এ সময় কমিটির সদস্য সারোয়ার তুষার, আরিফুল ইসলাম, মনিরা শারমিন, সাইফ মুস্তাফিজ, এস এম শাহরিয়ার, মাজহারুল ইসলাম, মোহাম্মদ মিরাজ মিয়া, সালেহউদ্দিন সিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রথম আলোকে বলেন, ‘পূজামণ্ডপ পরিদর্শনের সময় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আমাদের বলেছেন, গতকাল পর্যন্ত পূজা উৎসবমুখর ছিল। কিন্তু পুরান ঢাকার তাঁতীবাজারের ঘটনা তাঁদের শঙ্কিত করেছে। আমরা তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও সক্রিয় আছে। আমরা ডেমরা থানার ওসি ছাড়াও মণ্ডপগুলোতে দায়িত্বরত সেনাসদস্য, র‍্যাব ও আনসারের সদস্যদের সঙ্গেও কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, যেকোনো অপতৎপরতা রুখে দিতে তাঁরা প্রস্তুত আছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *