চ্যাম্পিয়নস লিগের শেষ আটেও রোমাঞ্চের অপেক্ষা, দেখে নিন কে কার মুখোমুখি


শেষ হয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াই। উত্থান-পতন আর হাসি-কান্নার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই থেকে এই পর্বে ছিটকে গেছে ৮টি দল। যেখানে আছে ফেবারিট লিভারপুলও। তবে লিভারপুলের বিদায় ছাড়া, বাকি আট দল ফেবারিট হিসেবে গেছে কোয়ার্টার ফাইনালে। যেখানে এরই মধ্যে পাওয়া যাচ্ছে লড়াইয়ের উত্তাপও।

তবে এই পর্বে সবচেয়ে বেশি চোখ থাকবে রিয়াল আর্সেনাল দ্বৈরথে। অবশ্য পিছিয়ে রাখা যাবে না বার্সেলোনা-বরুসিয়া ডর্টমুন্ডের লড়াইকেও। এখন শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে একনজরে দেখে নেওয়া যাক। শেষ আটের প্রথম লেগের লড়াই মাঠে গড়াবে ৮ এপ্রিল। আর দ্বিতীয় লেগে দলগুলো মাঠে নামবে ১ এপ্রিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *