চাকরিচ্যুত মুহাদ্দিস এলেন দলবল নিয়ে, হামলার শিকার মাদ্রাসার শিক্ষার্থীরা


রাজধানীর হাতিরঝিল এলাকার নয়াটোলা আনোয়ারুল উলুম নোমানীয়া মডেল কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন মাদ্রাসাশিক্ষার্থী আহত হয়েছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে মাদ্রাসার মুহাদ্দিস মুনির আহমেদ খানকে চাকরিচ্যুত করা হয়েছিল। আজ তিনি আবার চাকরিতে যোগ দিতে আসেন। এ সময় মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান কিছু শিক্ষার্থী তাঁর সঙ্গে আসেন। তখন মাদ্রাসার এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে বহিরাগত আসাদুল্লাহ খান, বাপ্পি খানসহ কয়েকজন মাদ্রাসাশিক্ষার্থীদের ওপর হামলা করেন। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *