রাজধানীর হাতিরঝিল এলাকার নয়াটোলা আনোয়ারুল উলুম নোমানীয়া মডেল কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন মাদ্রাসাশিক্ষার্থী আহত হয়েছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে মাদ্রাসার মুহাদ্দিস মুনির আহমেদ খানকে চাকরিচ্যুত করা হয়েছিল। আজ তিনি আবার চাকরিতে যোগ দিতে আসেন। এ সময় মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান কিছু শিক্ষার্থী তাঁর সঙ্গে আসেন। তখন মাদ্রাসার এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে বহিরাগত আসাদুল্লাহ খান, বাপ্পি খানসহ কয়েকজন মাদ্রাসাশিক্ষার্থীদের ওপর হামলা করেন। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।