চট্টগ্রামে বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ


বেলা ১১টায় সরেজমিন দেখা গেছে, কারখানার সামনে দুই পাশের সড়ক অবরোধ করে রাস্তায় বসে রয়েছেন শ্রমিকেরা। একটি অংশে সড়ক বিভাজকের কাঁটাতার খুলে সেটি সড়কে টানিয়ে দিয়েছেন কিছু শ্রমিক। সড়ক দিয়ে কোনো যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। সড়কের আধা কিলোমিটারজুড়ে অন্তত ৫০০ শ্রমিককে দেখা যায়। শ্রমিকদের অবস্থানের ফলে আশপাশের সড়কগুলো ও আখতারুজ্জামান উড়ালসড়কের দুই নম্বর গেট র‍্যাম্পেও যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের দেখা গেছে।

অবরোধকারীদের একজন মো. রহিম। তিনি প্রথম আলোকে বলেন, ‘বেতন চাইলে একবার বলে ১০ তারিখ দেওয়া হবে, আরেকবার বলে ২০ তারিখ। এভাবেই তিন মাস ধরে চলছে। বেতন না পাওয়ায় পরিবার নিয়ে খুবই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে।’ ফাতেমা বেগম নামের আরেক শ্রমিক বলেন, ‘আমরা ন্যায্য পাওনার জন্য সড়কে নেমেছি। পাওনা আদায়ের নিশ্চয়তা চাই। এরপর সড়ক থেকে যাব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *