চট্টগ্রামে আইনজীবী হত্যায় সেই চন্দন ও রিপনের রিমান্ড


এর আগে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিলেন চন্দন ও রিপন। আদালত প্রাঙ্গণে নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন। বন্ধের দিন আদালতে বিচার প্রার্থীদের আনাগোনা না থাকলেও দুই আসামিকে হাজির নিয়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়। দুজনই চট্টগ্রাম নগরের কোতোয়ালি সেবক কলোনি ও পাথরঘাটা এলাকার বাসিন্দা।

গত বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে চন্দনকে আর রিপনকে জেলার আনোয়ারা থেকে পর দিন গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ বলছে, আইনজীবী হত্যার ভিডিও ফুটেজে দেখা যায় মাথায় ছাই রঙের হেলমেট, কমলা রঙের গেঞ্জি আর কালো প্যান্ট পরা ছিলেন চন্দন। হাতে ছিল কিরিচ। ঘটনার সময় রিপনের হাতে ছিল বঁটি। পরনে ছিল নীল রঙের গেঞ্জি, জিনস প্যান্ট ও মাথায় লাল হেলমেট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *