এ ম্যাচ জিতলে লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা পাঁচে নামিয়ে আনতে পারত আর্সেনাল। সেটি না হওয়ায় এখন ব্যবধান আটই থাকল। এমনকি আগামীকাল ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুল জিতলে
এ ব্যবধান বেড়ে দাঁড়াবে ১১। বর্তমানে ২৬ ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬১। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৩। আর এ ম্যাচে জিতে চমক দেওয়া ওয়েস্ট হামের পয়েন্ট ২৬ ম্যাচে ৩০। তারা আছে ১৬ নম্বরে।
ঘরের মাঠে শুরু থেকে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও একেবারে স্বস্তিতে ছিল না আর্সেনাল। ওয়েস্ট হামের জমাট রক্ষণ ও সতর্ক অবস্থানের কারণে খুব একটা ফাঁকা জায়গাও পায়নি তারা। যে কারণে নিশ্চিত সুযোগও সেভাবে তৈরি করতে পারেনি স্বাগতিকেরা।