আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত প্রতিটি গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয় সামনে আনার ঘোষণা দেন ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম। তিনি বলেন, ‘প্রত্যেকটা সত্যকে সামনে আনব, যে সত্যগুলোকে এখনো পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ওই বাউন্ডারিকে, ওই ব্যারাককে, ওই সেনানিবাসকে আমরা ভয় পাই না।’
সানজিদা ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনটির সমন্বয়ক মঞ্জুর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।