গাজীপুরে দিনভর শ্রমিকদের বিক্ষোভ, ২১টি কারখানায় ছুটি, দুর্ভোগ


কারখানার শ্রমিক সফিকুল ইসলাম বলেন, ‘তিন মাস ধরে বেতন দিই, দিচ্ছি বললেও এখন পর্যন্ত বেতন–ভাতা পাইনি। যার কারণে বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে।’ সুমন মিয়া নামের অপর শ্রমিক বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে বারবার বেতন পরিশোধের তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দিচ্ছে না। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করতে হয়েছে। যতক্ষণ বেতন না পাব, সড়ক ছেড়ে যাচ্ছি না।’

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘কারখানার মালিক আমাদের দিয়ে কয়েকবার বেতন দেওয়ার সময় দিয়েছেন। কিন্তু মালিক সেই কথা রাখেননি। মালিককে নিয়ে বিজিএমইএ ভবনে বৈঠক হয়েছে, তারপরও বেতন দিচ্ছেন না। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেও সারা দিনে সমাধান করা সম্ভব হয়নি।’
সারোয়ার আলম আরও বলেন, ওই কারখানার শ্রমিকদের আন্দোলনের কারণে জেলার ২১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *