গাজীপুরে আন্দোলনে যোগ না দেওয়ায় কারখানায় বহিরাগত শ্রমিকদের হামলা, কয়েকটি কারখানায় ছুটি


ওই ঘটনার জের ধরে তেলিরচালা এলাকার এটিএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় হামলা চালান। তাঁরা প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কারখানার গার্মেন্টস ভবনের গ্লাস, মূল্যবান মালামাল, আসবাবপত্র, যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও থানা–পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় দুজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। কারখানায় হামলা–ভাঙচুরের ঘটনার পর আশপাশের কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানার নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার মোহাম্মদ কামাল বলেন, ‘গতকাল বহিরাগত শ্রমিকদের কাউন্টার অ্যাটাক করা হয়েছিল। এর জেরে আজ এটিএস কারখানাসহ অন্য বহিরাগত শ্রমিকেরা আমাদের কারখানায় হামলা চালিয়েছেন। প্রতিহত করতে গেলে আমাদের ওপরও হামলা হয়। পরে তাঁরা গেট ভেঙে ভেতরে ঢোকেন। কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহাম্মেদ, গাজীপুর শিল্প পুলিশ-২–এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *