গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। দেশটির কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয় এ তথ্য জানিয়েছে।
হিন্দ রজব ফাউন্ডেশন এবং গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক নামে দুটি সংগঠনের আইনি অভিযোগের ভিত্তিতে এই জিজ্ঞাসাবাদ করা হয়। গত শুক্র ও শনিবার অভিযোগগুলো জমা দেওয়া হয়েছে। ওই দুই ইসরায়েলি ‘টুমরোল্যান্ড’ নামের এক সংগীত উৎসবে যোগ দিতে বেলজিয়ামে গিয়েছিলেন।
গতকাল সোমবার বেলজিয়ামের কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয় একটি লিখিত বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, ‘সম্ভাব্য বিচারিক ক্ষমতার বিবেচনায়, অভিযোগে যাঁদের নাম রয়েছে সেই দুই ব্যক্তিকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে অনুরোধ জানিয়েছিল কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।’