ইসরায়েলি সেনাবাহিনী এএফপিকে বলেছে, হামাসের মালিকানাধীন একটি সামরিক স্থাপনায় কার্যক্রম পরিচালনাকারী এবং ইসরায়েলি সেনাদের জন্য হুমকি বলে বিবেচিত কয়েকজন ‘সন্ত্রাসীর’ ওপর হামলা চালিয়েছে তারা।
এদিকে গাজার চিকিৎসাকর্মীদের বরাতে আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ইসরায়েলের বিমান হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৭৭ জন নিহত হয়েছেন।
অক্টোবরের শুরুর দিকে গাজার উত্তরাঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। হামাস যেন সেখানে নতুন করে সংগঠিত না হতে না পারে, তা নিশ্চিত করতে এ অভিযান শুরু করে তারা।
চলমান সহিংসতার মধ্যে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার যুদ্ধ থামাতে এবং গাজায় জঙ্গিদের হাতে এখনো বন্দী থাকা কয়েকজন জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য নতুন করে আলোচনা চালাচ্ছে।