ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে পথসভার আয়োজন করা হয়েছে। সকাল ৯টার দিকে গিয়ে দেখা যায়, মঞ্চ তৈরি করা হয়েছে। ক্যামেরা নিয়ে গণমাধ্যমকর্মীরা ভিড় করছেন। বেশ কিছু পুলিশ সদস্য মঞ্চের আশপাশে আছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশপাশে মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্যকে। এ ছাড়া সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা টহল দেবেন। আমরা প্রত্যাশা করছি, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এনসিপির কর্মসূচি সম্পন্ন হবে।’