খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সাবেক চেয়ারম্যান দিদার জিইসি মোড়ের হান্ডি রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করছিলেন। তাঁর সঙ্গে আরও তিনজন ছিলেন। তাঁদের আটক করি। দিদারুল আলমকে গ্রেপ্তার দেখানো হয়। বাকিদের যাচাই-বাছাই চলছে।’
খাগড়াছড়ি থানা-পুলিশের তথ্যের ভিত্তিতে দিদারুল আলমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। দিদারুল আলম খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়া এলাকার বাসিন্দা। তাঁর বড় ভাই রফিকুল আলম খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র। ৫ আগস্টের ক্ষমতার পটপরিবর্তনের পর দুজনকে কয়েকটি মামলায় আসামি করা হয়।