প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বেলতলী এলাকা থেকে বাবুছড়া যাচ্ছিল অটোরিকশাটি। পথে সোনামিয়া টিলা এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রী দেব রঞ্জন ত্রিপুরা ও চালক আক্তার হোসেন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দেব রঞ্জন ত্রিপুরাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।