মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পিয়সা বড়ুয়া বলেন, হাসপাতালে ভর্তি হওয়া দুই শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ভুক্তভোগী এক শিক্ষার্থীর বড় ভাই প্রথম আলোকে বলেন, ওই শিক্ষক ঠুনকো অজুহাতে প্রায়ই শিক্ষার্থীদের মারধর করেন। অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেন তিনি।
জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক বলেন, দুই শিক্ষার্থীকে বারবার নিষেধ করার পরও তারা শ্রেণিকক্ষে অন্য শিক্ষার্থীদের বিরক্ত করছিল। তাই তাদের ভয় দেখানোর উদ্দেশ্যে একবার করে বেত্রাঘাত করা হয়েছে। এই সামান্য আঘাতে তাদের কেন হাসপাতালে ভর্তি হতে হলো—বিষয়টি বোধগম্য নয়।