কোমরতাঁতে বম নারীরা | প্রথম আলো


মেশিনের সাহায্য ছাড়াই কোমরে রশি জড়িয়ে ছোট ছোট বাঁশের সাহায্যে তৈরি করা হয় কাপড়, যাকে বলা হয় কোমরতাঁত। বম নারীরা শীত মৌসুমে কাপড় বুনন করেন কোমরতাঁতের মাধ্যমে, তৈরি করেন ছোট-বড় বিভিন্ন সাইজের কম্বল, মাফলার, চাদরসহ বিভিন্ন ধরনের বস্ত্র। এ ছাড়া পাহাড়ি নারীদের হাতে তৈরি পোশাকের মধ্যে রয়েছে থামি, পিনন, ওড়না, রুমাল, গামছা, চাদরসহ রকমারি পণ্য। সময়ের বিবর্তনে পাহাড়িদের বোনা কাপড়গুলোর চাহিদা ছড়িয়ে পড়েছে দেশের অন্য অঞ্চলেও। হাতে বোনা এসব পণ্যের মধ্যে মাফলার ১৫০ থেকে ২৮০ টাকা, চাদর ৬০০ থেকে ৭০০ টাকা এবং কম্বল বিক্রি হয় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায়। কোমরতাঁতে বম নারীদের তৈরি কাপড় নিয়ে ছবির গল্প।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *