কুমিল্লার ১১ আসনেই চাঙা বিএনপি, এনসিপি তৎপর ৩ আসনে


কুমিল্লা–৬ (সদর)

কুমিল্লা আদর্শ সদর উপজেলা, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত কুমিল্লা–৬ আসনটি। সর্বশেষ ২০০১ সালে বিএনপির প্রয়াত কর্নেল (অব.) আকবর হোসেন বীর প্রতীক জয় পেয়েছিলেন। ২০০৬ সালে তাঁর মৃত্যুর পর থেকে এই আসনে বিএনপির নিয়ন্ত্রণ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিন–উর রশিদ ইয়াছিনের কাছে। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি আমিন–উর রশিদ ইয়াছিনের ওপর আস্থা রাখে। আগামী নির্বাচনেও বিএনপি ইয়াছিনের ওপর আস্থা রাখবে, এমনটাই মনে করেন দলের নেতা–কর্মীরা। তিনি বলেন, ‘গত ১৭ বছর দলটাকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে আগলে রেখেছি। তখন কিন্তু কাউকে মাঠে দেখিনি।’

দলীয় সিদ্ধান্তের বাইরে সিটি নির্বাচনে অংশ নিয়ে বিএনপি থেকে বহিষ্কৃত মনিরুল হক (সাক্কু) প্রার্থী হতে পারেন। তিনি বলেন, ‘সংসদ বা সিটি নির্বাচন, যেটা আগে হবে, আমি সেটাতে প্রার্থী হব। দল আমাকে বহিষ্কার করলেও আমি দলকে ছেড়ে যাইনি।’

সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার প্রধান সমন্বয়ক শাহ মো. সেলিমও আছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আলোচনায়। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন কুমিল্লার অন্যতম নেতা ছিলেন। বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াও এ আসনে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

কুমিল্লা সদর আসনে জামায়াত এরই মধ্যে সংগঠনের মহানগর শাখার আমির কাজী দ্বীন মোহাম্মদকে প্রার্থী ঘোষণা করেছে। তিনি প্রতিদিনই বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। কুমিল্লা মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎপরতা থাকলেও এনসিপির সেভাবে তৎপরতা এখনো শুরু হয়নি। ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতা–কর্মীরা এখানে সক্রিয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *