কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ভারত সীমান্ত এলাকা থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ওই আওয়ামী লীগ নেতা অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।
খোঁজ নিয়ে জানা যায়, ওই নেতার নাম মো. টিপু সুলতান ওরফে টাইগার টিপু। তিনি কুমিল্লা-৬ (আদর্শ সদর উপজেলা, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন ওরফে বাহারের ঘনিষ্ঠ। বাহাউদ্দীন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন। টিপু দীর্ঘদিন ধরে বাহারের হয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করছিলেন। কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকার নসিব উল্লাহর ছেলে টিপু মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন।