পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরহাদ হোসেন ও মাহফুজ আলম দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করে আসছিলেন। সোমবার লক্ষ্মণপুর বাজারে একটি ভবনের কাজ চলাকালীন দুজনের মধ্যে টাকাপয়সাসহ বিভিন্ন বিষয়ে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ফরহাদের বুকের ভেতরে রড ঢুকিয়ে দিয়ে মাহফুজ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ফরহাদকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়।
এরপর ফরহাদের মরদেহ ফের লক্ষ্মণপুর বাজারে নিয়ে আসা হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে ঘটনার পর অভিযুক্ত তরুণ মাহফুজ আলম পালিয়ে যাওয়ার সময় লক্ষ্মণপুর এলাকার স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। এ সময় তাঁকে মারধর করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।