কুমিল্লায় যানবাহন থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে ৩ যুবককে ধরে পুলিশে হস্তান্তর করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার নগরের জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক যুবকেরা হলেন কুমিল্লা নগরের নবাববাড়ি এলাকার শাফায়েত আলী ওরফে সৌরভ (৩৫) ও সৈকত (৩০) এবং রেসকোর্স এলাকার তানজিদ হাসান (৩৩)। আটকের সময় তাঁদের কাছ থেকে টোল আদায়ের ৭ হাজার ৭০০ টাকা, ৫টি মুঠোফোন, টোল আদায়ের রসিদ বই, সিল ও প্যাড এবং একটি রেজিস্ট্রার জব্দ করা হয়েছে। পরে গতকাল রাতেই তাঁদের কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা।