কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কিশোর গ্যাং রতন গ্রুপ এই অস্ত্রের মহড়া দিয়েছে। মহড়ার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আমরা তাদের ধরতে ইপিজেড এলাকা পর্যন্ত ধাওয়া করেছি।’
ওসি বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।’