সেখান থেকে ঝন্টুকে হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঝন্টু শেখ ছিলেন জঙ্গলযুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত প্যারা কমান্ডো। তাঁর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্টের পাথরঘাটা এলাকায়।
ঝন্টু শেখরা তিন ভাই। ঝন্টু ও তাঁর বড় ভাই সেনাবাহিনীতে কর্মরত। বড় ভাই রফিকুল শেখ কাশ্মীরের অন্য এলাকায় কর্মরত। ঝন্টুর স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর পরিবার থাকে আগ্রায়। ঝন্টুর মৃত্যুসংবাদ জানান তাঁর বড় ভাই রফিকুল শেখ।