কালিয়াকৈরে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়া


গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, যাঁদের নতুন কমিটিতে রাখা হয়েছে, তাঁরা সবাই ক্লিন ইমেজের। তাঁদের ব্যাপারে এলাকার মানুষের কোনো অভিযোগ নেই। সকালে নতুন কমিটি আনন্দমিছিল বের করলে পদবঞ্চিত হয়ে একটি পক্ষ তাঁদের ওপর হামলা করেছে। তিনি দলের নেতা–কর্মীকে এলাকায় শান্তি বজায় জন্য অনুরোধ জানিয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, থানা–পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুপুর ১২টা থেকে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *