রাজধানী ঢাকার কারওয়ান বাজার এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়।
সেনাবাহিনীর সদস্যরা কারওয়ান বাজারের কিচেন মার্কেট, রেললাইনের দুই পাশের বস্তি ও আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছেন। তেজগাঁও সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুন্নুন নাহিদ প্রথম আলোকে বলেন, কারওয়ান বাজারে সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী অভিযান চলছে।