কল্পনা চাকমার অপহরণের বিচার চেয়ে ফেরার পথে হামলার অভিযোগ, গণতান্ত্রিক অধিকার কমিটির নিন্দা


বিবৃতিতে বলা হয়, কল্পনা চাকমার অপহরণের ২৯ বছর উপলক্ষে রাঙামাটি জেলা শহরের আশিকা কনভেনশন হলে বৃহস্পতিবার সকালে আলোচনা সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন। সেখানে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মার্জিয়া প্রভা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষক অলিউর রহমান সান।

গণতান্ত্রিক অধিকার কমিটির অভিযোগ, আলোচনা শেষে চট্টগ্রামে ফেরার পথে তাঁদের ওপর হামলা করে কতিপয় দুর্বৃত্ত। এ হামলার আগে আলোচনা সভাস্থলে আসা বিভিন্ন এলাকার বাসগুলোর বাঙালি চালকদের তুলে নিয়ে নির্যাতন করারও অভিযোগ পাওয়া গেছে।

এ হামলা ও নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। বিবৃতিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের মূল স্লোগান ছিল একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক বাংলাদেশ। কিন্তু রাঙামাটির এ ঘটনা প্রমাণ করে, সেই স্বপ্ন আজও অধরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *