এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সুজাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন। তাঁর কবর জিয়ারত করাটা আমাদের সাংগঠনিক কমিটমেন্ট ছিল। যত বাধাই আসুক, আমরা আমাদের সাংগঠনিক কমিটমেন্ট রক্ষায় বদ্ধপরিকর। এনসিপি নেতারা কবর জিয়ারত শেষে চট্টগ্রামের উদ্দেশে পেকুয়া ত্যাগ করেন।’
এনসিপি সূত্রে জানা গেছে, নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরে ছিলেন। আজ সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে চকরিয়ার বরইতলী এলাকা দিয়ে পেকুয়ায় যান। পরে একই পথে চট্টগ্রাম হয়ে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। সেখানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা।