সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সেনাবাহিনী নিয়ে কটূক্তি করা তরুণরা বড় হলে লজ্জিত হবে। ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহায়তার কথা বলেন। দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী মাঠে থাকায় সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখার নির্দেশ দেন তিনি। পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়েও তিনি কথা বলেন এবং এ ব্যাপারে সতর্ক থাকার কথা বলেন।