মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ইউসুফ পাঠানের ভূমিকায় একদল এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছেন। ইতিমধ্যে বিতর্কিত ওয়াক্ফ আইন ঘিরে সহিংসতায় মুর্শিদাবাদে তিনজন নিহত হয়েছেন।
মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে এবং পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছে বিজেপি। গতকাল রোববার কলকাতার কলেজ স্কয়ারে দলটির প্রতিবাদ–বিক্ষোভ থেকে তাঁর পদত্যাগের দাবি তোলা হয়। পরে মিছিল বের হয়। মিছিল শেষ হয় কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলায়।
বিজেপির বিক্ষোভকারীরা মুর্শিদাবাদের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করেছেন। বলেছেন, পুলিশ সক্রিয় থাকলে এ ধরনের ঘটনা এড়ানো যেত। একই সঙ্গে রাজ্যের ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করে বিজেপি।
পশ্চিমবঙ্গ বিজেপির নেতারা বলছেন, এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা। তিনি সহিংসতা মোকাবিলায় ব্যর্থ।
বিক্ষোভ সমাবেশ থেকে বিজেপির সংসদ সদস্য জগন্নাথ সরকার দাবি তুলেছেন, এই রাজ্যের মুর্শিদাবাদ, মালদহসহ সাতটি জেলায় অবিলম্বে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা বলবৎ করা হোক।