এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পাহাড়ের অন্যতম প্রধান সামাজিক উৎসবের দিনে এসএসসির একটি পরীক্ষা পড়েছে। তাই এই রুটিনের তারিখ পরিবর্তনের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। এ জন্য তারা শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে। এ ছাড়া এই উৎসবের সময় সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ (পাঁচ) দিন সরকারি ছুটি ঘোষণার দাবিও স্মারকলিপিতে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।
আজ রোববার (১৫ ডিসেম্বর) রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে উপদেষ্টা বরাবরে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এ স্মারকলিপি দেয়। এ সময় পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপন ত্রিপুরা, সাধারণ সম্পাদক রুমেন চাকমা, জেলা শাখার সভাপতি জিকো চাকমাসহ ১০ থেকে ১৫ জন কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।