মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) যন্ত্রকৌশল ও অ্যাপ্লায়েড সায়েন্স বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। আজ শনিবার রাজধানীতে এমআইএসটির শহীদ ইয়ামিন মিলনায়তনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে সম্মেলনে সেরা প্রবন্ধ উপস্থাপনকারীদের হাতে পুরস্কার তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।
এবারের সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রুনেই, মিসর, কানাডা, আয়ারল্যান্ড, জাপান, কাজাখস্তান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, সিঙ্গাপুর ও চীনের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।