ইরানের সঙ্গে সাফিউদ্দিনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তিনি ইরানের আলোচিত সেনাপ্রধান নিহত কাশেম সুলাইমানির মেয়ের জামাই। কাশেম ২০২০ সালে মার্কিন বিমান হামলায় নিহত হন।
হিজবুল্লাহর নির্বাহী পরিষদে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সংগঠনটির শুরা বা পরামর্শ পরিষদের প্রধান সদস্য ও জিহাদ কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাফিউদ্দিন।
আল–জাজিরার একজন প্রতিবেদক বলেন, একটি, দুটি কিংবা তিনটি নয়—বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ দহিয়েহ এলাকায় ১১টি বোমা আঘাত হেনেছে। এসব হামলায় বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে বলে শুনেছেন তিনি। এসব বোমা মাটির অনেক গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। ইসরায়েলি সংবাদমাধ্যমে সাফিউদ্দিনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।