এএফপির একটি ভিডিওতে বৈরুত বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।
হিজবুল্লাহ গতকাল রোববার ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার কথা বলেছে। তবে কোথায় ড্রোনটি ভূপাতিত হয়েছে, সে বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি। সীমান্তের ওপারে ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে রকেট ছোড়ার কথাও তারা বলেছে।
এর আগে রোববার ভোরে লেবাননে বেশ কয়েকবার বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল।
দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ‘ইচ্ছা করে’ তাদের একটি অবস্থানের ক্ষতি করেছে।