এক সপ্তাহে ইউক্রেনের প্রায় ২০০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে রাশিয়া


ইউক্রেনের ১৯৬ দশমিক ১ বর্গকিলোমিটার এলাকা মাত্র এক সপ্তাহে দখল করে নিয়েছে রাশিয়া। গত ২০ থেকে ২৭ অক্টোবরের মধ্যে এসব এলাকা দখল করে তারা। চলতি বছর কোনো এক সপ্তাহে ইউক্রেনের ভূখণ্ডে এটিই ছিল রুশ বাহিনীর সবচেয়ে দ্রুত অগ্রসর হওয়ার ঘটনা।

ইউক্রেনের একটি অভ্যন্তরীণ গোয়েন্দা সূত্রের তথ্য বিশ্লেষণ করে এমনটি জানিয়েছে রুশ মিডিয়া গ্রুপ অ্যাজেনৎস্তোভো।

রুশ কর্মকর্তারা বলছেন, তাঁদের সেনারা যেভাবে অগ্রসর হচ্ছেন, তাতে আড়াই বছরের দীর্ঘ এ যুদ্ধ সবচেয়ে বিপজ্জনক ধাপে প্রবেশ করছে। যুদ্ধ কীভাবে শেষ হবে, তা নিয়ে চিন্তায় পড়েছে ইউক্রেনকে সহায়তাকারী পশ্চিমা দেশগুলো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *