দলের সঙ্গে সম্পর্ক
আরএম সাক্ষাৎকারে বিটিএসের অন্য সদস্য জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুককে নিয়েও কথা বলেন। তাঁর ভাষ্যে, ‘ওরা আমাকে সবচেয়ে বেশি যা বলে, তা হলো “কিছু করো না”, “শুধু স্থির থেকো”, “চিন্তা করো না, আমরা করব।” এটা আমাকে আবেগাপ্লুত করে।’ আগে আরএম দলের সবাইকে ডেকে বলতেন, ‘শোনো, কিছু বলব, সবাই এসো।’ কিন্তু সেনাবাহিনী থেকে ফিরে এখন তিনি সাধারণভাবে বলেন, ‘আরে, ক্লান্ত নাকি?’ বা ‘আজ আসছ না?’