হুতিদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, ইসরায়েলের এ ধরনের হামলা তাদেরকে ফিলিস্তিনিদের সমর্থনে সামরিক অভিযান থেকে বিরত রাখতে পারবে না।
বৃহস্পতিবারের হামলার চার দিন আগে সানায় ইসরায়েলের বিমান হামলায় ১০ জন নিহত ও ৯০ জনের বেশি আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
ইসরায়েলি সেনারা জানিয়েছেন, গত রোববার তাঁরা হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালান। এর মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদও ছিল।